বাংলাদেশের প্রচলিত আইনে চুরি করা যেমন অপরাধ তেমনি পিঠে প্রিপেইড মিটার বিনা অনুমতিতে খোলা দণ্ডনীয় অপরাধ ।
আপনি হয়তো ভাবছেন আপনাকে এই কথা কেন বলছি , কারণ আপনি যখন প্রিপেইড মিটার টি খুলবেন , ঠিক তখনই প্রিপেইড মিটার রিসেট এর প্রয়োজন পড়বে ।
![]() |
আপনি হয়তো গুগোল এ সার্চ করে এই লেখাটি পড়ছেন প্রিপেইড মিটার রিসেট করা যায় অথবা প্রিপেইড মিটারের রিসেট কোড । হ্যাঁ বন্ধু এই পোস্টটি আপনার জন্য ।
কেন প্রিপেইড মিটার লক হয়
সাধারণত, না জেনে না বুঝে আপনি যদি প্রিপেইড মিটার যে কোন দরকার অথবা বিনা দরকারি কাজে প্রিপেইড মিটার ঠিক করে থাকেন ,তাহলে এটি অনায়াসে লক বা বন্ধ হয়ে যাবে ।
প্রিপেইড মিটার লক হলে কিভাবে তা আনলক বা রিসেট করবেন ?
চমৎকার একটি প্রশ্ন ?
বন্ধুরা আমি আগেও বলেছি বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের বিনা অনুমতিতে আপনি প্রিপেইড মিটার খুলতে পারবেন না সে তো বিনা অনুমতিতে খোলা অপরাধ এর জন্য আপনার কোন প্রকার জেল হবে না, তবে হ্যাঁ জরিমানা হবে ।
বাংলাদেশের বিদ্যুৎ বিল গ্রহণ করে থাকে, সে সকল ব্যাংকে আপনাকে ১৬০০ টাকা জমা দিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আপনার বাসার প্রিপেইড মিটারটি রিসেট করিয়ে নিতে হবে ।
আপনি অবশ্যই ধারণা করতে পেরেছেন মূল বিষয়টি আপনি জরিমানা দেওয়া ছাড়া প্রিপেইড মিটার রিসেট করতে পারবেন না ।
ধন্যবাদ পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য । ভবিষ্যতে আরও ভালো কিছু দিবা আর প্রত্যয় আজ এই পর্যন্তই ।
আর হে,
ভালো লাগলে এই পোস্ট টি শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন
প্রিপেইড মিটারে সকল কোড জানতে এখানে কল করুন
Not needed deposit in the Bank 1600 hundred taka. For reset meter. More then worked 800 or 1000 taka reset meter